স্টাফ রিপোর্টার: শ্রেণিকক্ষে উচ্চস্বরে কথা বলার অভিযোগে শিক্ষার্থীকে চড়-থাপ্পড় মেরে গোঁফ টেনে ছিঁড়ে ফেলেছেন শিক্ষক। গতকাল মঙ্গলবার রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির প্রাণিবিদ্যা বিষয় পড়ানোর সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নির্যাতনের শিকার ছাত্র আলী মুহতাসিম ঐশিকের পিতা ব্যবসায়ী হাসমত আলী নির্যাতনকারী শিক্ষক সাইদুর রহমানের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, কলেজ ভবনে সকাল সাড়ে ১১টার দিকে একাদশ শ্রেণির প্রাণিবিদ্যা পড়ানোর সময় শিক্ষক ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক সাইদুর রহমান। শ্রেণিকক্ষের পেছনের দিকে কয়েক শিক্ষার্থী উচ্চস্বরে কথা বললে শিক্ষক সাইদুর ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থী ঐশিকের কাছে যান। এরপর তাকে দাঁড় করিয়ে এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারতে থাকেন। একপর্যায়ে তিনি দু হাত দিয়ে ঐশিকের গোঁফ জোরে টানতে টানতে ছিঁড়ে ফেলেন। এ সময় ঐশিক অসহ্য যন্ত্রণায় চিৎকার করছিলো। তুলে ফেলা গোঁফের স্থান থেকে রক্ত বেরোলে ঐশিক প্রায় অজ্ঞান হয়ে পড়ে। সহপাঠীরা তাকে ধরাধরি করে বাইরে নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
সহকারী অধ্যাপক সাইদুর রহমান বলেন, শারীরিক ও মানসিক নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি। আমার বিরুদ্ধে অযথা অভিযোগ আনা হচ্ছে হয়রানি করার জন্য। রাজপাড়া থানার ওসি মেহেদী হাসান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফাজ্জল হোসেন বলেন, অভিযোগ পেয়ে স্টাফ কাউন্সিলের বৈঠকে ৪ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। ৫ কর্মদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করার জন্য কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে।