স্টাফ রিপোর্টার: আবারও বিদেশি লিগ খেলতে পারবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে তা তুলে নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল মঙ্গলবার শেরে বাংলা স্টেডিয়ামে এমনই আভাস দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ বছরের ৭ জুলাই সাকিবকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় মাসের জন্যে এবং বিদেশি লিগ খেলার ওপরে দেড় বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছিলো বিসিবি। এ বিষয়ে জানতে চাইলে পাপন বলেন, সাকিবের নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। এখন বোর্ডের মিটিঙের আনুষ্ঠানিকতা বাকি।
তিনি বলেন, গত সোমবার সাকিবের সাথে কথা হয়েছে। বৃহস্পতিবারের মধ্য একটি ইতিবাচক সিদ্ধান্তের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। এর আগে বোর্ড থেকে অনাপত্তিপত্র না নিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে যাওয়ায় এবং আচরণগত সমস্যার জন্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় মাস এবং বিদেশি লিগ খেলার ওপরে ৩১ ডিসেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে সাকিবকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলতে যায় বাংলাদেশ। সেখানে টেস্ট সিরিজ এবং ওয়ানডে সিরিজে ব্যর্থ হলে সাকিবের বিষয়ে নমনীয় হয় বোর্ড। এরপর সাকিব আল হাসান তার ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্যে বিসিবির কাছে আপিল করে। এর প্রেক্ষিতে ২৬ আগস্ট বোর্ড সভায় তাকে দেশের হয়ে খেলার জন্যে অনুমতি দিলেও বিদেশে লিগ খেলার ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছিলো বিসিবি।