জীবননগরের ধানভর্তি ট্রাক ঈশ্বরদীতে ছিনতাই : উদ্ধার

 

জীবননগর ব্যুরো: জীবননগর থেকে ঈশ্বরদী যাওয়ার পর ধানভর্তি ট্রাক ছিনতাই হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে ধানভর্তি ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। তবে ঈশ্বরদী থানা পুলিশের তড়িৎ পদক্ষেপে ছিনতাইকৃত ধানভর্তি ট্রাক উদ্ধার করা সম্ভব হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ঘটনার বিবরণে জানা যায়, ঈশ্বরদীর চাতালব্যবসায়ী মোজাম্মেল হক জীবননগর বাজারের আড়তব্যবসায়ী ঘুগরীরর নূর ইসলামের নিকট হতে ২২৬ বস্তা ধান খরিদ করেন। এ ধান ঈশ্বরদীতে নেয়ার জন্য তিনি জীবননগর শাপলাকলিপাড়ার নেছারউদ্দিন হালসানার (ঢাকা-মেট্রো-ট-১৪-৩১৪৬) ট্রাক ভাড়া করেন। গত সোমবার সন্ধ্যায় নেছারউদ্দিন হালসানার ছেলে ড্রাইভার শাহাজুল ধানভর্তি ট্রাক নিয়ে ঈশ্বরদীর পথে রওনা হন। ভোর সাড়ে ৫টার দিকে ট্রাকটি ঈশ্বরদীর রুপনগর সিনেমা হলের সামনে পৌঁছুলে ছিনতাইকারীরা শাহাজুলের মাথায় অস্ত্র ঠেকিয়ে ধানভর্তি ট্রাকটি ছিনতাই করে। পরে ছিনতাইকারীরা ড্রাইভার শাহাজুলের মোবাইল নম্বর সংগ্রহ করে তার নিকট ধানভর্তি ট্রাকের মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করে। ড্রাইভার শাহাজুল ঈশ্বরদী থানায় গিয়ে মোবাইল নম্বর দিয়ে অভিযোগ করে। ঈশ্বরদী থানা পুলিশ তড়িৎ পদক্ষেপ গ্রহণ করে। পুলিশ ছিনতাইকারীদের মোবাইল নম্বর ট্রাকিং করে ধানভতি ট্রাকটি ঈশ্বরদী শহরের একটি গলির মধ্য থেকে উদ্ধার করে।

Leave a comment