স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতসহ অধীনস্থ সকল আদালত অবকাশকালীন ছুটির কারণে একমাস বন্ধ থাকবে। গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ছুটি চলবে। আগামী ১ জানুয়ারি ২০১৫ সালে আদালতসমূহ আবার খুলবে। তবে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসহ অধীনস্থ আদালতসমূহ যথারীতি খোলা থাকবে। জেলা ও দায়রা জজ আদালত বন্ধ থাকায় চার দিন অবকাশকালীন আদালত খোলা থাকবে। অবকাশকালীন আদালত পরিচালনার জন্য চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ সিএমএ আলিম আল রাজীকে অবকাশকালীন জজ হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে নিয়োগ দেয়া হয়েছে। অবকাশকালীন আদালত খোলা থাকবে আগামী ৭, ৮, ২১ ও ২২ ডিসেম্বর ।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম অবকাশকালীন সময়ে আদালত খোলা থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।