হাসপাতাল থেকে কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে সাঈদীকে

 

স্টাফ রিপোর্টার: মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডাদেশ প্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসা শেষে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। এর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দেলাওয়ার হোসেন সাঈদীকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) আনা হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রক্তচাপ নিয়ন্ত্রণ থাকায় প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শে সাঈদীকে হাসপাতাল থেকে কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়। গত রোববার রাত ১টার দিকে উচ্চ রক্তচাপ জনিত কারণে অসুস্থ হয়ে পড়লে প্রথমে সাঈদীকে গাজীপুর সদর হাসপাতালে ও পরে কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) স্থানান্তরিত করা হয়। কাশিমপুর কারাগার ইউনিট-১’র জেলার আমজাদ হোসেন জানান, তিনি উচ্চ রক্তচাপে ভুগছেন। চিকিৎসার জন্য তাকে প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ তাকে বিএসএমএমইউ হাসপাতলে পাঠানো হয়।

Leave a comment