শৈলকুপা প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে খাবার হোটেলে নোংড়া পরিবেশ, মুদি দোকানে ওজনে কম দেয়া ও ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করেছে। এর মধ্যে জনপ্রিয় ফার্মেসি থেকে ২ হাজার টাকা, জনি সুইটস অ্যান্ড দধি ভাণ্ডার থেকে ৫শ টাকা, মুক্তা স্টোর থেকে ৫শ টাকা, ভাই ভাই হোটেল থেকে ১ হাজার টাকা ও তুফানের হোটেল থেকে ৫শ টাকা সর্বমোট ৪ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শৈলকুপা উপজেলা ভূমি অফিসের এসিল্যান্ড নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী-রওশন-ইসলাম। এ সময় তার সাথে সহকারী হিসাবে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের নাজির মীর জাহাঙ্গীর হোসেন, শৈলকুপা থানা পুলিশের এসআই সাজ্জাদ হোসেন প্রমুখ।
মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, গতকাল সোমবার সকালে খালিশপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নয়টি মামলায় ২ হাজার ৮শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাবলিক প্লেসে ধুমপান করার অপরাধে দুজনকে ২শ টাকা জরিমানা করা হয় এবং রাস্তায় চলাচল বিঘ্ন সৃষ্টি করায় ১৮৬০ দঃবিঃ ২৯১ ধারায় ৬টি মোটরজানের চালককে ২ হাজার ১শ টাকা এবং ১৯৪৩ সালের পেট্রোলিয়াম আইনে একজনকে ৫শ টাকা জরিমানা করা হয়। মহেশপুর সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজ আল আসাদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।