মাথাভাঙ্গা মনিটর: ভারতে ছত্তিশগড়ের সুকমায় মাওবাদীদের চোরাগোপ্তা হামলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ১৩ জওয়ান নিহত হয়েছেন। এ বছর মাওবাদীদের এটিই সবচেয়ে বড় হামলা বলে জানিয়েছেন রাজ্যের এক পুলিশ কর্মকর্তা। পুলিশ জানায়, গতকাল সোমবার জওয়ানরা সুকমার প্রত্যন্ত একটি জঙ্গলে টহল দেয়ার সময় এ হামলা হয়। মাওবাদীদের আস্তানায় জওয়ানরা হানা দিলে তারা চারপাশ থেকে তাদের ঘিরে ফেলে অতর্কিতে হামলা চালায়। গত দু মাস ধরে এ এলাকায় মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী।