দর্শনা আকন্দবাড়িয়ায় বাউল উৎসবের সমাপনী দিনে জেলা পরিষদর প্রসাশক মঞ্জু
নজরুল ইসলাম: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া নতুনপাড়ার বাউল পরিষদের আয়োজনে কেরুজ মাঠে ৫ দিনব্যাপি বাউল ও লোকজ উৎসবের গতকাল সোমবার ছিলো সমাপনী দিন। আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রসাশক দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু বলেছেন, আকাশ সংস্কৃতি ও অপসংস্কৃতির রোষানলে পড়ে বাংলার আদি সংস্কৃতি আজ হারাতে বসেছে। এ ধরনের আয়োজনের মধ্যদিয়ে বাংলার আদি সংস্কৃতিধারাকে টিকিয়ে রাখতে হবে। উৎসবের আয়োজক ধীরু বাউলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বেগমপুর ফাঁড়ি ইনচার্জ এসআই মনির হোসেন, দর্শনা প্রেসক্লাবের সভাপতি হানিফ মণ্ডল, সাধারণ সম্পাদক ইকরামুল হক পিপুল, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এসএম ওসমান, আ. হাকিম মিল্টন প্রমুখ। সাংবাদিক রেজাউল করিম লিটনের উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনাপর্বের পরে লালনের গোষ্ঠ গানের মধ্যদিয়ে উৎসব সম্পন্ন করা হয়।