চুয়াডাঙ্গা প্রেসক্লাবে হামলা মামলার পাঁচ আসামির জামিন লাভ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা প্রেসক্লাবে হামলা ও ভাঙচুর মামলায় গ্রেফতারকৃত পাঁচ যুবলীগ কর্মীকে জামিন দিয়েছেন আদালত। গতকাল সোমবার জেলা জজ আদালতের বিজ্ঞ বিচারক বিপ্লব গোস্বামী তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। তবে এ মামলার অন্যতম আসামি রাব্বীর জামিন মঞ্জুর হয়নি।

গত ২২ অক্টোবর চুয়াডাঙ্গা প্রেসক্লাবে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন যুবলীগের কর্মীরা। এ সময় পাঁচ সাংবাদিক আহত হন। এ ঘটনায় থানায় মামলা করলে চুয়াডাঙ্গা যুবলীগের পাঁচজনকে থানা পুলিশ গ্রেফতার করে। গতকাল তারা আদালতে জামিন চাইলে আদালত তাদের পাঁচজনের জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্তরা হলেন- যুবলীগকর্মী আজম, শান্তি, আলিফ, সেতু ও তপন।

Leave a comment