চুয়াডাঙ্গায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। এ সময় চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. রশীদুল হাসান ও পাসপোর্ট অফিসের ডিএডি মো. রফিকুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান মুন্সীসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। সদর উপজেলার আলুকদিয়া ইউপি চেয়ারম্যান আক্তাউর রহমান মুকুল প্রথম পাসপোর্ট গ্রাহক হিসেবে নাম অন্তর্ভুক্তি ও ছবি তোলান।

ডিএডি রফিকুল ইসলাম জানান, এখন থেকে চুয়াডাঙ্গা জেলার বাসিন্দাদেরকে নতুন পাসপোর্ট তৈরি ও নবায়নের জন্য কুষ্টিয়ায় যেতে হবে না। প্রথম দিনে ১২ জন নাম রেজিস্ট্রেশন করেন।

জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন বলেন, জনগুরুত্ব এ অফিস থেকে যাতে মানুষ দ্রুততম সময়ে সর্বোচ্চ সেবা পায় সেদিকে সংশ্লিষ্টদেরকে নজরদারি রাখতে হবে।

Leave a comment