আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী শরিফুল গ্রেফতার

 

আলমডাঙ্গা ব্যুরো: গতকালও আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে ৪৮ বোতল ফেনসিডিলসহ শরিফুল ইসলাম নামের এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পোড়াদহ রেলওয়ে পুলিশ। গতকাল সকালে টহলরত জিআরপি পুলিশ আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের ২ নং প্লাটফর্ম থেকে শরিফুল ইসলাম নামের এক যুবককে ৪৮ বোতল ফেনসিডিলসহ আটক করে। খুলনাগামী নকশিকাঁথা ট্রেন থেকে শরিফুল ইসলাম ব্যাগসহ আলমডাঙ্গা রেলস্টেশনের ২ নং প্লাটফর্মে নামলে তার আচরণে টহলরত জিআরপি পুলিশের সন্দেহ হয়। শরিফুল ইসলামকে আটক করে তার ব্যাগ থেকে ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক মাদকব্যবসায়ী শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকব্যবসার সাথে জড়িত। সে ঝিনাইদহ জেলার কোর্টচাঁদপুরের ছেলে। বেশ কয়েক বছর আগে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পুটিমারি গ্রামে বিয়ে করে ঘরজামাই হিসেবে সেখানেই বসবাসের পাশাপাশি মাদকব্যবসা করে আসছে। ওই এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী সে। দর্শনা থেকে ফেনসিডিল পাইকারি কিনে সে হালসা ও পোড়াদহ এলাকায় বিক্রি করে থাকে। গতকাল সকালে গ্রেফতারের পর টহলরত জিআরপি পুলিশ তাকে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের হাতে সোপর্দ করে। পরে সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়।

Leave a comment