আলমডাঙ্গা জেহালার মুগিজ খন্দকারের ইন্তেকাল

ঘোলদাড়ি প্রতিনিধি: আলমডাঙ্গা ছোট পুটিমারী গ্রামের মুগিজ খন্দকার মারা গেছেন (ইন্নালিল্লাহে……রাজেউন)। গত রোববার রাত ৩টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান। গতকাল সোমবার বাদ জোহর স্থানীয় গোরস্তানে তার দাফন সম্পন্ন হয়।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের ছোট পুটিমারী গ্রামের মৃত লতিফ খন্দকারের ছেলে মুগিজ খন্দকার এলাকার কৃষ্ণপুর, গড়গড়ি ও নিজগ্রামের মসজিদে দীর্ঘদিন ইমামতি করেন। ফলে এলাকায় বেশ পরিচিত তিনি। গতকাল বাদ জোহর তার দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৫ মেয়ে, নাতিনাতকুরসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Leave a comment