আফগানিস্তানে আত্মঘাতী বোমায় নিহত ৯

মাথাভাঙ্গা মনিটর: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশে এক জানাজায় আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে নয়জন নিহত হয়েছেন। গতকাল সোমবার প্রদেশটির বুরকা জেলায় এ হামলা চালানো হয় বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে একটি সংবাদমাধ্যম। নিহতদের মধ্যে দু পুলিশ সদস্য ও সাত বেসামরিক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ হামলায় আরো ১৮ জন আহত হয়েছেন। বুরকার এক উপজাতীয় নেতার জানাজা চলার সময় হামলাটি চালানো হয়। চলতি মাসের মধ্যে আফগানিস্তান থেকে অধিকাংশ বিদেশি সেনা প্রত্যাহার করে নেয়ার কথা রয়েছে। এ পরিস্থিতিতে দেশজুড়ে হামলা বৃদ্ধি করেছে তালেবান বিদ্রোহীরা। তবে সোমবারের হামলা কারা চালিয়েছে তা পরিষ্কার নয়। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো পক্ষ হামলার দায়িত্ব স্বীকার করেনি।

Leave a comment