স্টাফ রিপোর্টার: সামাজিক ব্যবসা এখন আর অলীক স্বপ্ন নয়। অনেকটাই বাস্তব। পৃথিবীর দেশে দেশে এই ব্যবসা এখন শুরু হয়ে গেছে। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস যখন সামাজিক ব্যবসা তত্ত্বের সূচনা করেছিলেন তখন দুনিয়ার বহু অর্থনীতিবিদ সংশয় প্রকাশ করেছিলেন। বলেছিলেন, প্রফেসর ইউনূসের জন্য এটি বড় ধরনের চ্যালেঞ্জ হবে। কারণ, তার মূল প্রতিপক্ষ পুঁজিবাদ। এ পুঁজিবাদ ভেদ করে তার পক্ষে এ নতুন তত্ত্ব নিয়ে সামনে যেতে পারবেন এটি আসলেই কঠিন চ্যালেঞ্জ হবে। বাংলাদেশের কেউ কেউ ঠাট্টা মশকারা করেছিলেন। এখন তারা কি বলছেন জানা যায়নি। কিন্তু তামাম দুনিয়ায় এক আলোড়ন তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ইটালি, ফ্রান্স, সৌদি আরব, কানাডা থেকে শুরু করে ইসরাইল পর্যন্ত পৌঁছে গেছে সামাজিক ব্যবসার এ ঢেউ। বহুজাতিক কোম্পানিগুলো মাত্র ১০ বছরের মাথায় বুঝতে সক্ষম হয়েছে এটি থামবার মতো কিছু নয়। এটি ধারণা হিসেবে নতুন হতে পারে, কিন্তু এই ব্যবসা একটি সামাজিক আন্দোলনের রূপ পেতে চলেছে। তাই তারা এই কাফেলায় যোগ দিতে শুরু করেছেন। মেক্সিকো শীর্ষ সম্মেলনে তাই দেখা গেল।