বাড়ি ফেরা তরিকুলের গোপনে টাকা ফেরত দিতে বাধ্য হলেন কথিত আদমব্যাপারীরা

ফলোআপ : পানিপথে মালয়েশিয়ায় গিয়ে খাড়াগোদার শাহাদত খুন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের খাড়াগোদা গ্রামের কথিত আদমব্যাপারী আসমান মণ্ডলের ছেলে সাদেক আলী, আফসারের ছেলে জামির হোসেন ও হরিনাকুণ্ডু উপজেলার ভেড়াখালী গ্রামের আবজেল আলীর ছেলে আশাবুল ওরফে আশা অবৈধভাবে পানিপথে মালয়েশিয়ায় নিয়ে যায় খাড়াগোদা গ্রামের ৪ জনকে। এদের মধ্যে একজনকে হত্যা করা হয় এবং একজন জেল খেটে বাড়ি আসে। অবস্থা বেগতিক বুঝে আদমব্যাপারীরা গোপনে বাড়ি ফিরে আসা তরিকুলের টাকা ফেরত দিতে শুরু করেছে। প্রশ্ন উঠেছে নিহত শাহাদতের পরিবারের কি হবে? শাহাদতের স্ত্রী-সন্তানের দায়িত্ব নেবে কে?

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের খাড়াগোদা গ্রামের কথিত আদমব্যাপারী আসমান মণ্ডলের ছেলে সাদেক আলী, আফসারের ছেলে জামির হোসেন ও হরিণাকুণ্ডু উপজেলার ভেড়াখালী গ্রামের আবজেল আলীর ছেলে আশাবুল ওরফে আশা গত ১০ জুলাই প্রলোভনে দেখিয়ে মাথা পিছু ২ লাখ ৪০ হাজার করে টাকা হাতিয়ে নিয়ে অবৈধভাবে পানি পথে মালয়েশিয়ায় নিয়ে যায় একই গ্রামের সোনাই মণ্ডলের ছেলে শাহাদত হোসেন, লতিবের ছেলে সুজাত, আলমের ছেলে তরিকুল ও তহিদের ঘর জামাইকে। যাওয়ার ১৫ দিনের মাথায় শাহাদতকে পানি চাওয়ার অপরাধে দালালরা পিটিয়ে হত্যা করে। হত্যা করে তার পেট চিরে সাগরের পানিতে ফেলে দেয়। শাহাদতের লাশটি ফেরত পেতে তার পরিবারের লোকজন অভিযুক্ত আদমব্যাপারীদের নিকট আকুতি মিনতি জানালেও কোনো লাভ হয়নি। উপরন্ত বিভিন্নভাবে হুমকিধামকি অব্যাহত রাখে শাহাদতের পরিবারের ওপর। শাহাদতের লাশটি ফেরত না পেয়ে হুমকিধামকি উপেক্ষা করে নিহত শাহাদতের ভাই সিদ্দিক গত ১৬ অক্টবর কথিত আদমব্যাপারীদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন। এ মামলায় পুলিশ জামিরকে গ্রেফতার করে। বাকি আদমব্যাপারী ছাদেক ও আশা দেয় গা-ঢাকা। এদিকে ৫ মাস অমানুষিক নির্যাতন আর জেল খেটে বাড়ি ফেরে নিহত শাহাদতের সঙ্গী তরিকুল। আইনের আশ্রয় না নেয়া এবং ঘটনার সাথে জামিরুল জড়িত নেই এমন শর্তে আদমব্যাপারীরা গোপনে তরিকুলের পরিবারকে ১ লাখ ৪০ হাজার টাকা ফেরত দিয়েছে। বাকি ১ লাখ টাকা ফেরত দিতে সময় নিয়েছে আদমব্যাপারীরা। নিহত শাহাদতের পরিবার থেকে অভিযোগ করা হয় এ ধরনের আপস-মীমাংসা আদমব্যাপারী জামিরুল ও ছাদেক আমাদের সাথে সালিস বৈঠকের মাধ্যমে করলেও সে প্রতিশ্রুতি রাখেনি। কারণ শাহাদতের পরিবারটি অতিদরিদ্র বলে। এলাকাবাসী প্রশ্ন তুলেছে তাহলে শাহাদতের পরিবার কি শাহাদত হত্যার বিচার পাবে না? এ সমস্থ আদমব্যাপারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে ভুক্তভোগী মহল।

Leave a comment