স্টাফ রিপোর্টার: বন্ধ হয়ে গেলো অর্থনীতি প্রতিদিন। রোববার সকালে দৈনিকটি লে-অফ ঘোষণা করে কর্তৃপক্ষ। সকালে পত্রিকা বন্ধের ঘোষণা দিয়ে নোটিশ টানানো হয়। নোটিশে বলা হয়েছে আর্থিক অস্বচ্ছলতার কারণে পত্রিকাটির প্রকাশনা অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নিয়মানুযায়ী সাংবাদিক-কর্মচারীদের যাবতীয় পাওনা বুঝিয়ে দেয়া হবে। জানা গেছে, দৈনিকটি চালানো হবে না বন্ধ করা হবে এ নিয়ে গত ২৬ নভেম্বর পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। পর্ষদের সবার শুরুতে সিদ্ধান্ত নেয়া হয়, আপাতত একজন ভারপ্রাপ্ত সম্পাদক ও হেড অব মার্কেটিং নিয়োগ দেয়া হবে। কিন্তু সভার শেষ দিকে এসে পরিচালকরা সিদ্ধান্ত নেন, আপাতত পত্রিকা বন্ধ থাকবে। এ বিষয়ে পত্রিকাটির মফস্বল সম্পাদক রানা আশরাফ জানান, আর্থিক কারণে মালিকপক্ষ পত্রিকাটি বন্ধ করে দিয়েছে। এদিকে পত্রিকাটি বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে গেলেন শতাধিক সাংবাদিক।