স্টাফ রিপোর্টার: রাজধানীর আর্মি স্টেডিয়ামে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান চলাকালে বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে সাথে সাথে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গতকাল রোববার রাত ৯টা ২০ মিনিটে অনুষ্ঠান মঞ্চে বক্তব্য দেয়ার সময়ই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। কাইয়ুম চৌধুরী বক্তৃতা দিয়ে নেমে যাওয়ার পড়ে অধ্যাপক আনিসুজ্জামান বক্তৃতা দিতে দাঁড়ান। এ সময় তিনি (কাইয়ুম চৌধুরী) আবার ফিরে এসে বলেন- আমার একটি কথা বলার রয়েছে। এর পরই তিনি মঞ্চে পড়ে যান। এ সময় তিনি মাথায় আঘাত পান। এ ঘটনায় কিছু সময়ের জন্য অনুষ্ঠান বন্ধ থাকে।
কাইয়ুম চৌধুরী ১৯৩৪ সালের ৯ মার্চ ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। ক্ষয়িঞ্চু জমিদার পরিবারে কাইয়ুম চৌধুরী জন্মগ্রহণ করেন যেখানে অর্থের জৌলুস না থাকলেও শিক্ষা ও উদার মানসের জোরদার অবস্থান ছিলো। তিনি বাংলাদেশের একজন স্বনামধন্য চিত্রশিল্পী ছিলেন। ১৯৮৬ খ্রিস্টাব্দে তাকে একুশে পদক প্রদান করা হয়। মক্তবে কাইয়ুম চৌধুরীর শিক্ষার হাতেখড়ি, তারপর ভর্তি হন চট্টগ্রামের নর্মাল স্কুলে। এরপর কিছুকাল কুমিল্লায় কাটিয়ে চলে যান নড়াইলে। চিত্রা পাড়ের এ শহরে কাটে তার তিন বছর। ১৯৪৯ সালে আর্ট ইনস্টিটিউটে ভর্তি হয়ে কাইয়ুম চৌধুরী কৃতিত্বের সাথে শিক্ষা সমাপন করেন ১৯৫৪ সালে। তিনি শিক্ষক হিসেবে পেয়েছিলেন শিল্পচার্য জয়নুল আবেদীনকে। সদ্য-প্রতিষ্ঠিত আর্টস ইনস্টিটিউটের নবীন শিক্ষার্থীরা ১৯৫২ সালের ভাষা আন্দোলনে বিশেষ ভূমিকা পালন করেন।