মাথাভাঙ্গা মনিটর: অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষেও দারুণ শুরু করেছিলো পাকিস্তান, কিন্তু শেষটা ভালো হলো না তাদের। তৃতীয় টেস্টে স্বাগতিকদের ইনিংস ব্যবধানে হারিয়ে তিন টেস্টের সিরিজটি ১-১ সমতায় শেষ করলো নিউজিল্যান্ড। গতকাল রোববার শারজাহ টেস্টের চতুর্থ দিনে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস ২৫৯ রানে বেধে ফেলে ইনিংস ও ৮০ রানের বড় জয় তুলে নেয় সফরকারীরা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথমটি ২২১ রানে জেতার পর দ্বিতীয়টি ৩৫৬ রানে জেতে পাকিস্তান। এরপর নিউজিল্যান্ডকে প্রথম টেস্টে ২৪৮ রানে হারায় মিসবাহ-উল-হকের দল। এরপরই কিউইদের ঘুরে দাঁড়ানোর শুরু। দ্বিতীয় টেস্টটি ড্র করে এবার তো অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে পাকিস্তানকে ইনিংস হারের লজ্জা দিল তারা। প্রথম ইনিংসে পাকিস্তানের ৩৫১ রানের জবাবে ৬৯০ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। গতকাল রোববার ৮ উইকেটে ৬৩৭ রান নিয়ে খেলতে নামা অতিথিরা আরো ৫৩ রান যোগ করে গড়ে নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি রানের ইনিংস। আর পাকিস্তানের বিপক্ষে এটা কোনো দলের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস।
পাকিস্তানের রাহাত আলি ও ইয়াসির ৪টি করে উইকেট নেন। ইনিংস হার এড়াতেই ৩৩৯ রান করতে হতো পাকিস্তানকে। কঠিন ওই লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে তারা। ৬৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেললে হার একরকম নিশ্চিতই হয়ে যায় দলটির। আসাদ সফিক ক্যারিয়ারের পঞ্চম টেস্ট শতক করলেও সঙ্গীর অভাবে দলকে লজ্জার হাত থেকে বাঁচাতে পারেননি। ১৪৮ বলে ১৩৭ রান করেন সফিক, ১৮টি চার ও ৬টি ছক্কা মারেন তিনি। পাকিস্তানকে অলআউট করতে ৩৮ রানে ৪ উইকেট নিয়ে দারুণ অবদান রাখেন ট্রেন্ট বোল্ট। এ ম্যাচে দারুণ একটা রেকর্ডও হয়েছে। দুই দলের ব্যাটসম্যানেরা ৩৫টা ছক্কা মেরেছেন, যা এক টেস্টে সর্বোচ্চ। ২০০৬ সালে পাকিস্তান ও ভারতের মধ্যে ফয়সালাবাদ টেস্টের ২৭টি ছক্কা ছিলো সর্বোচ্চ।