দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা সদরের থানা সড়কের মডেল থানার ১শ গজ অদূরে বাংলা টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স নামক একটি মোবাইলফোনের দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ চোরচক্র দোকানের ওপরের টিনের চাল ও সিলিং কেটে দোকান থেকে নগদ টাকা, কম্পিউটার, মোবাইলফোনসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। গত শনিবার দিনগত রাতে ওই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক পুরাতন হাউলীর জয়নাল আবেদীনের ছেলে এনামুল জানান, অন্যান্য দিনের মতো গত শনিবার রাত পৌনে ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান এবং গতকাল রোববার সকাল ৯টার দিকে দোকান খুলে দেখি দোকানের ওপরের টিনের চাল ও সিলিং কাটা। সঙ্ঘবদ্ধ চোরচক্র দোকান থেকে একটি ২১ ইঞ্চি এলসিডি কম্পিউটার, ৩টি হার্ডডিক্স, ১টি মাদার বোর্ড, ১টি প্রসেসর, ২টি ৱ্যাম, ১৫টি বিভিন্ন ব্রান্ডের মোবাইলফোন কিছু যন্ত্রাংশ এবং ড্রয়ারে থাকা ৪ হাজার ৮শ টাকাসহ মোট ১ লাখ ১৬ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় এনামুল বাদী হয়ে গতকাল রোবার দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরি হওয়া মালামাল উদ্ধারসহ সংঘবদ্ধ ওই চোরচক্রকে অচিরেই ধরে ফেলতে পারবো বলে আশা করছি। এ দিকে থানা থেকে মাত্র ১শ গজ অদুরে এ দুঃসাহসিক চুরি সংঘঠিত হওয়ায় বাজারের ব্যবসায়ীদের মাঝে চুরি আতঙ্ক বিরাজ করছে। এলাকার সচেতন মহল এ ঘটনায় মন্তব্য করতে গিয়ে বলেন, দিন দশেক আগে থানার গেটের সামনে থেকে থানার সামনের এক দোকানির সাইকেল চুরি হয়ে যায়। এ ঘটনার পর আবারও এই থানা এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। তাদের ধারণা এটা পুলিশের অনেকটা বজ্র আটুনি আর ফসকা গেরোর মতো ঘটনা।