দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দর্শনা হল্টচাঁদপুরের কালুকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা রেলবাজার-পুরাতন বাজার সড়কে। পুলিশ এ সড়ক থেকে গ্রেফতার করেছে দর্শনা হল্ট স্টেশন টাওয়ারপাড়ার সুলতানের ছেলে কালুকে (২৩)। পুলিশ বলেছে, কালুর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০ বোতল ফেনসিডিল। এ ঘটনায় এসআই মিজানুর রহমান বাদি হয়ে গতকালই দামুড়হুদা থানায় কালুর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।