জীবননগরে কমিউনিটি পুলিশিং সমাবেশে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান

সমাজ থেকে অপরাধ বন্ধে পুলিশিং কমিটি সচেনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে

 

জীবননগর ব্যুরো: দীর্ঘদিন বিরতির পর গতকাল রোববার বিকেলে জীবননগরে কমিউনিটি পুলিশিং সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। পুলিশিং কমিটির সমাবেশে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, কমিউনিটি পুলিশিঙের কার্যক্রম পুলিশের মতো নয়। বাংলাদেশের মোট জনসংখ্যার হারে পুলিশের লোকবল কম থাকায় অপরাধ দমনে পুলিশকে সাহায্য করতে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু হয়েছে। সমাজ থেকে সবধরনের অপরাধপ্রবনতা বন্ধে এই কমিটির সদস্যরা গ্রাম মহল্লায় সাধারণ মানুষের মাঝে সচেনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে পারে। বিকেলে জীবননগর উপজেলা হলরুমে সহকারী পুলিশ সুপার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো.আব্দুল লতিফ অমল, উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাফিজ, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী। থানা অফিসার ইনচার্জ হুমায়ন কবিরের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন রায়পুর ইউপি চেয়াম্যান তাহাজ্জত হোসেন, সীমান্ত ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন খাঁন।

প্রধান অতিথি পুলিশ সুপার রশীদুল হাসান তার বক্তব্যে আরো বলেন, সীমান্তবর্তী এ উপজেলায় মাদক চোরাচালানী,বাল্য বিয়ে, মাদকাসেবী, আত্মহত্যার প্রবণতা অত্যাধিক। এসব প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেনতার পাশাপাশি এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলে সমাজ থেকে অপরাধ প্রবণতা কমানো সম্ভব। এছাড়াও সন্ত্রাস-চাঁদাবাজদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে পুলিশকে জানালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হবে তিনি আশাবাদ প্রকাশ করেন। সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ, সুধী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a comment