চুয়াডাঙ্গা সরকারি ভি.জে ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ২১ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০১৫ শিক্ষাবর্ষে তৃতীয় শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষা উপলক্ষে আগামী ৪ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ফরম বিতরণ করা হবে। এবার ফরমের মূল্য শিক্ষা মন্ত্রণালয় থেকে ৫০ টাকা বৃদ্ধি করে ১৫০ টাকা ধার্য করা হয়েছে। দুটি বিদ্যালয়ে ২৪০ জন করে ৪৮০ জন ছাত্র/ছাত্রী ভর্তি করা হবে।

গতকাল রোববার বিকেলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ছাত্রছাত্রী ভর্তি সংক্রান্ত কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভর্তি কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহবুব, জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার রুহুল আমীন, সিভিল সার্জন প্রতিনিধি ডা. সাঈদুর রহমান, ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোরী মোহন সরকার, সদস্য সচিব সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ আজিজুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম ও সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক মহসীন আলী।

আলোচনাসভায় সিদ্ধান্ত হয়, তৃতীয় শ্রেণিতে ২০১৫ শিক্ষাবর্ষে প্রতি শিফটে দুটি করে শাখা খোলা আছে এবং প্রতিটি শাখাতে ৬০ জন করে মোট ২৪০ জন করে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। ৪ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফরম বিতরণ করা হবে। ফরম জমা নেয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর দুপুর ২টা পর্যন্ত। ভর্তি ফি ধরা হয়েছে ১ হাজার ৩১০ টাকা। ভর্তি পরীক্ষা আগামী ২১ ডিসেম্বর রোববার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার পূর্ণমান ৫০ নম্বর। এর মধ্যে বাংলা-১৫, ইংরেজি-১৫ ও গণিতে ২০। পরীক্ষার উত্তরপত্র ওই দিনই পরীক্ষা করা হবে এবং ফলাফল একইদিন ঘোষণা করা হবে। যে নম্বরে ২৪০ জন ছাত্রছাত্রীকে নেয়া হবে একই নম্বরে যতোগুলো ছাত্রছাত্রী থাকবে সব ছাত্রছাত্রী ভর্তির সুযোগ দেয়া হবে। ছাত্রীদের পরীক্ষা হবে ভি.জে উচ্চ বিদ্যালয়ে এবং ছাত্রদের পরীক্ষা হবে সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে।

সভা শেষে জেলা প্রশাসক পরীক্ষা কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসাইন জানান, ২য় শ্রেণির পাঠ্যক্রম অনুযায়ী বাংলা, ইংরেজি ও গণিত বিষয় থেকে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। কোন শিক্ষক কোন কেন্দ্রে পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন তা প্রশাসন থেকে ১ ঘণ্টা আগে নির্ধারণ করে দেয়া হবে।

Leave a comment