চুয়াডাঙ্গা সদর হাসপাতালের এক্স-রে বিভাগের সেলিমের ঔদ্ধত্য

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের এক্স-রে বিভাগের টেকনলোজিস্ট সেলিম হোসেনের স্পর্ধা দেখে হতভম্ব হয়ে পড়েছেন আরএমও ডা. মাসুদ রানা। সেলিমের ঔদ্ধত্যপূর্ণ আচরণ অবাক করেছে সিভিল সার্জন ডা. আজিজুল ইসলামকেও। অনিয়মের বিষয়ে কৈফিয়ত চাইলে আরএমও ডা. মাসুদ রানার সাথে আপত্তিকর আচরণ করেন সেলিম হোসেন।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের এক্স-রে বিভাগে দুর্নীতি ও অনিয়ম রয়েছে। এক্স-রে ফিল্মে হাসপাতালের নাম, নম্বর, তারিখসহ কোন বিষয়ে এক্স-রে করা হচ্ছে তার সাংকেতিক বর্ণনা থাকবে। কিন্তু দেখা যায় এসব বাদেই অহরহ এক্স-রে করা হয়। এতে দুর্নীতি অনিয়ম করলে ধরতে পারে না কর্তৃপক্ষ। গতকাল আলমডাঙ্গা মাজহাদ গ্রামের মৃত ফকির সরদারের ছেলে দাউদ সরদারের বাঁ হাতের এক্স-রে করানো হয় গতকাল বেলা সাড়ে ১১টার দিকে। সেই এক্স-রেটি যেভাবে হওয়ার কথা তা না করলে সেলিমের কাছে কৈফিয়ত চান আরএমও ডা. মাসুদ রানা। এ সময় সেলিম তুই তুকারি করে কথা বলেন। তার এ ঔদ্ধত্যপূর্ণ আচরণের বিষয়টি সাথে সাথে জানানো হয় সিভিল সার্জন ডা. আজিজুল ইসলামকে। বিষয়টি জানার পর হাসপাতালের অনেকেই বিস্ময় প্রকাশ করেন।