চুয়াডাঙ্গা মাখালডাঙ্গার হাজি আবু তালেব আর নেই

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার মাখালডাঙ্গা গ্রামের পরহেজগার মানুষ হিসেবে পরিচিত হাজি আবু তালেব মারা গেছেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)। গতকাল রোববার আকস্মিক স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা যান। গতরাতে মসজিদের পাশে তার দাফন সম্পন্ন হয়।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের মাখালডাঙ্গা গ্রামের মৃত হাজারী মণ্ডলের ছেলে হাজি আবু তালেব (৮০) দীর্ঘ ৬৫ বছর যাবত গ্রামে বিনা পারিশ্রমে ইমামতি করে আসছিলেন। গতকাল সকাল ১০টার দিকে আকস্মিক স্ট্রোকে আক্রান্ত হন তিনি। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টার দিকে তিনি মারা যান। গতকালই সন্ধ্যায় তার জানাজা অনুষ্ঠিত হয়। রাত ১০টার দিকে গ্রামের কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক বিআরডিবি চেয়ারম্যান শঙ্করচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আরশাদ উদ্দীন চন্দন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।