স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ী ও পরাজিত প্রার্থীরা শুভেচ্ছা বিনিময় করেছেন। নির্বাচনের পর গতকাল রোববার প্রথম দিনে আদালতপাড়ায় ভোটারদের সাথে কুশল বিনিময় করেছেন। আদালতপাড়ায় বিএনপি জোটের জয় এবং আওয়ামী আইনজীবী পরিষদের পরাজয় নিয়ে আইনজীবীদের মধ্যে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।
নবনির্বাচিত সভাপতি বিএনপি জোটের আব্দুল ওহাব মল্লিক ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম আইনজীবীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। পাশাপাশি পরাজিত আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি প্রার্থী নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক বেলাল হোসেনও আইনজীবীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে বিএনপি জোট সমর্থিত প্রার্থী আব্দুল ওহাব মল্লিকের কাছে ২৬ ভোটের ব্যবধানে সাবেক দুবারের সভাপতি আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী নূরুল ইসলাম পরাজিত হন। একই ভাবে সাধারণ সম্পাদক পদে বিএনপি জোটের প্রার্থী সৈয়দ হেদায়েত হোসেন আসলামের কাছে আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী বেলাল হোসেন ১৬ ভোটের ব্যবধানে পরাজিত হন। সভাপতি-সম্পাদক পদে এতো বিশাল ব্যবধানে পরাজিত হতে অতীতে দেখা যায়নি বলেই ভোটাররা মন্তব্য করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী আইনজীবী পরিষদের একাধিক আইনজীবী জানিয়েছেন, নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃত্বে ব্যর্থতা, এপিপি-এজিপি আইনজীবীরা নিজের দলীয় প্রার্থীর বাইরে ভোট প্রদান, নতুন পিপি নিয়োগ, সমমনা রাজনৈতিক দলের নেতাদের কোনো পদে প্রার্থী না করা, সাধারণ আইনজীবীদের সাথে ব্যক্তিগত মতবিরোধ এবং ভোটের দু দিন আগে বারে দলীয় সভা শেষে দলীয় সদস্যদের মধ্যে খাবার বিতরণ এসব পরাজয়ের অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন।
প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি জোট সভাপতি-সম্পাদকসহ ৯টি পদে ও আওয়ামী আইনজীবী পরিষদ একটি যুগ্মসম্পাদকসহ ছয়টি পদে জয়ী হয়।