স্টাফ রিপোর্টার: নিজ বিভাগের এক শিক্ষকের গবেষণাকর্ম নিজের নামে চালিয়ে দেয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক কৃষ্ণপদ মণ্ডলকে ১০ বছরের শাস্তি দিয়েছে রাবি প্রশাসন। অন্য অভিযোগে এক শিক্ষককে সাময়িক বহিষ্কার ও আরেকজনকে শোকজ করা হয়েছে। গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৪৫৬তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক এন্তাজুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষক ড. অসিত রায় একই বিভাগের সহযোগী অধ্যাপক কৃষ্ণপদ মণ্ডলের নামে গবেষণাকর্ম জালিয়াতির একটি অভিযোগ করলে এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরে তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতার প্রমাণ পেয়ে শিক্ষক কৃষ্ণপদ মণ্ডলের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করে তদন্ত কমিটি। সুপারিশ অনুযায়ী শিক্ষক কৃষ্ণপদ মণ্ডল শুধু বিভাগের ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন। পরীক্ষা সংক্রান্ত কোনো প্রক্রিয়ায় অংশগ্রহণ বা কোনো প্রশাসনিক দায়িত্ব নিতে পারবেন না। তার পদোন্নতিও স্থগিত করা হয়েছে। এছাড়াও তিনি গবেষণায় তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করতে পারবেন না বলেও জানান তিনি।