মাথাভাঙ্গা মনিটর: সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়েদের উপদেশ দিতে গিয়ে ফেঁসে গেছেন কংগ্রেসের এক সদস্যের মুখপাত্র। টেনিসির রিপাবলিকান কংগ্রেস সদস্য স্টেফেন ফিঞ্চারের মুখপাত্র এলিজাবেথ লুটেনকে অনেকে বরখাস্ত করার পরামর্শও দিয়েছেন। বুধবার থ্যাংকসগিভিং ডে উপলক্ষ্যে প্রেসিডেন্টের দু টার্কির ক্ষমা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওবামার দু মেয়ে মালিয়া (১৬) ও সাশা (১৩)। ফেইসবুকে ওই অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করা হয়। ছবিতে ওবামার পেছনে দাঁড়ানো মালিয়া ও সাশার মুখভঙ্গি দেখে তাদের কিছুটা বিরক্ত মনে হয়েছে। ওই ছবিতে মন্তব্য করতে গিয়ে এলিজাবেথ লেখেন, কিছুটা হলেও আভিজাত্য প্রকাশের চেষ্টা কর। তোমরা যে ভূমিকা পালন করছো তার প্রতি অন্তত সম্মান দেখাও। ছবিতে দু কিশোরীর মুখভঙ্গি দেখে সবাই হাস্যরসাত্মক মন্তব্য করছিলো। কিন্তু এলিজাবেথ তার মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন। তার ওপর আবার তোমাদের বাবা মাও নিজেদের পদের বা জাতির প্রতি খুব বেশি সম্মান দেখান না। তাই আমার মনে হয় তোমরা অনুকরণীয় চরিত্র হয়ে উঠতে পারবে না।