ইভটিজিঙের প্রতিবাদ করায় ক্লাসরুমেই ছাত্র খুন

 

মাথাভাঙ্গা মনিটর: ইভটিজিঙের প্রতিবাদের মাশুল গুনতে হল প্রাণ দিয়ে। হায়দরাবাদে ক্লাসরুমের ভেতরেই সিনিয়র ছাত্রের হাতে খুন হয়ে গেলেন দ্বিতীয়বর্ষের ছাত্র হর্ষবর্ধন রাও। ক্লাসের মধ্যে এক ছাত্রীর উদ্দেশে কটূক্তি করছিলেন সিনিয়র কয়েকজন ছাত্র। হর্ষবর্ধন তার প্রতিবাদ করেন। সিনিয়র ওই ছাত্র তখন হর্ষবর্ধনের ওপর হামলা করে। প্রথমে মুখে মারা হয়, তারপরে বুকে উইকেট দিয়ে জোরালো আঘাত করা হয়। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন হর্ষবর্ধন। পরে হাসপাতালে মারা যায় সে। অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ছাত্রদের মধ্যে কয়েকজন পলাতক বলে খবর।

Leave a comment