শেষ ওয়ানডের দলে সৌম্য

স্টাফ রিপোর্টার: জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম ও শেষ ওয়ানডের দলে জায়গা পেয়েছেন সৌম্য সরকার। বাংলাদেশ জাতীয় দলের হয়ে এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি উদ্বোধনী এ ব্যাটসম্যানের। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে চতুর্থ ওয়ানডে জেতা দল থেকে কেউ বাদ পড়েননি। সিরিজ জেতা বাংলাদেশের আরো পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবেই হয়তো শেষ ম্যাচের দলে সুযোগ পেয়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ব্যাংকের হয়ে খেলা সৌম্য।
প্রাইম ব্যাংকের হয়ে এ মরসুমে প্রিমিয়ার লিগে ৬ ম্যাচ খেলে ১৪৬ রান করেন সৌম্য। তার সর্বোচ্চ ইনিংসটি ৫৫ রানের। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পাঁচ ম্যাচের সিরিজের শেষ ওয়ানডেটি হবে আগামী সোমবার। তিন ম্যাচের টেস্ট সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার পর এ পর্যন্ত হওয়া চারটি ওয়ানডেই জিতেছে বাংলাদেশ। পঞ্চম ওয়ানডের বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, ইমরুল কায়েস, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, আবুল হাসান, সৌম্য সরকার।