মেহেরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা বিতরণ

 

মেহেরপুর অফিস: প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের এক লাখ ৯০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন ওই টাকা বিতরণ করেন। দুপুরে মেহেরপুরস্থ কার্যালয়ে উপস্থিত থেকে মেহেরপুর শহরের বেড়পাড়ার তোফাজ্জেল হোসেনকে ৫০ হাজার, মুখার্জিপাড়ার আব্দুর রশিদকে ৩০ হাজার, সদর উপজেলার শোলমারি গ্রামের খোদা বক্সকে ৩০ হাজার, পিরোজপুর গ্রামের রমজান আলীকে ৩০ হাজার ও মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের আমানুল্লাহ পাতাকে ৫০ হাজার টাকা প্রদান করেন এমপি ফরহাদ হোসেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

Leave a comment