মাথাভাঙ্গা মনিটর: ফিলিপ হিউসের অন্ত্যেষ্টিক্রিয়ার কারণে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে প্রথম টেস্ট পিছিয়ে গেছে। আগামী বৃহস্পতিবার ব্রিসবেনে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু তার আগের দিন বুধবার অস্ট্রেলিয়ার প্রয়াত ব্যাটসম্যান হিউসের অন্ত্যেষ্টিক্রিয়ার দিন ঠিক হওয়ায়, ম্যাচটি পরে শুরুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। অবশ্য এখনও ওই টেস্টের নতুন সূচি ঠিক হয়নি।
দলের সবাইকে সতীর্থ হারানোর বেদনা কাটিয়ে ওঠার সময় দিতেই ম্যাচটি পিছিয়ে দেয়ার সিদ্ধান্তের কথা জানান ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সান্ডারল্যান্ড। আগের সূচি অনুযায়ী, দল দুটির মধ্যে চার টেস্টের সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী ১২ ডিসেম্বর অ্যাডিলেইডে শুরু হওয়ার কথা। গত মঙ্গলবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলস ও সাউথ অস্ট্রেলিয়ার ম্যাচে পেসার অ্যাবটের শর্ট বলে হুক করতে গিয়ে মাথায় বলের আঘাত পান হিউস।