পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান হত্যা মামলার প্রধান আসামি জীবননগরের উথলী থেকে গ্রেফতার

 

জীবননগর ব্যুরো: রাজবাড়ি জেলার পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জেলা কৃষকলীগের সভাপতি মুন্সি নাদের হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি লিটন হোসেনকে (৩১) জীবননগর উপজেলার উথলী গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জীনননগর থানা পুলিশ উপজেলার উথলী বাজারের একটি খাবার হোটেল থেকে তাকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃত লিটনকে পাংশা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত লিটন পাংশা উপজেলার কাচারীপাড়া গ্রামের ওয়াজেদ আলী পরামানিকের ছেলে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ূন কবির জানান, পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান মুন্সি নাদের হোসেন হত্যা মামলার আসামি লিটন গ্রেফতার এড়াতে উথলী এলাকায় আত্মগোপন করেছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

পাংশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাসার মিয়ার সাথে মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, গ্রেফতারকৃত লিটন হোসেন মুন্সি নাদের হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি। উল্লেখ্য, রাজবাড়ি জেলার পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুন্সি নাদের হোসেনকে গত ২১ নভেম্বর সকাল ৮টার দিকে দুর্বৃত্তরা গুলি করে খুন করে।