আলমসাধুর নিচে পড়ে গুরুতর আহত দামুড়হুদার শিশু সোয়াদ

স্টাফ রিপোর্টার: রাস্তা পার হতে গিয়ে আলমসাধুর ধাক্কায় গুরুতর আহত হয়েছে দামুড়হুদার কলাবাড়ি গ্রামের শিশুছাত্রী সোরাইয়া জান্নাত সোয়াদ। তাকে মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা থেকে রাজশাহী রেফার করা হয়েছে। চিকিৎসকরা বলেছেন তার অবস্থা গুরুতর।

জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের কলাবাড়ি গ্রামের মফিজুর রহমান সুজনের মেয়ে স্থানীয় প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী সোরাইয়া জান্নাত সোয়াদ (৬) গতকাল শনিবার বেলা ৪টার দিকে বাড়ির পাশে রাস্তা পার হচ্ছিলো। এ সময় বেপরোয়া গতির একটি আলমসাধু তার পেটের ওপর দিয়ে চলে যায়। সোয়াদকে গুরুতর আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

Leave a comment