চিৎলা-গোবিন্দহুদা ফুটবলে দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের জয়লাভ

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার চিৎলা-গোবিন্দহুদা ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের ৭ম খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দামুড়হুদা স্পোর্টিং ক্লাব ও হুদাপাড়া গোল্ডেন ক্লাবের মধ্যে অনুষ্ঠিত খেলার প্রথমার্থ গোলশূন্য শেষ হয়। খেলার দ্বিতীয়ার্ধে উভয় দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। খেলা শেষ হতে ৭ মিনিট বাকি থাকতে দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের পক্ষে ১৬ নং জার্সি পরিহিত বদলী খেলোয়াড় আশাদুল মাঠে নেমেই দুর্দান্ত এক হেডে গোল করে দলকে এগিয়ে দেয়। এর ৩ মিনিট পর দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের পক্ষে আরো একটি গোল করেন ১২ নং জার্সি পরিহিত খেলোয়াড় সোহাগ। দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের পক্ষে দর্শনীয় গোল করে দলকে এগিয়ে দেয়ায় আশাদুলকে ৫শ টাকা পুরস্কার প্রদান করেন দামুড়হুদা সেনেটারি হাউজের আমিনুল ইসলাম রশিদ। খেলায় রেফারি ছিলেন আজিজুল হক শীল, রিজু ও ইখতিয়ার রহমান। ধারাভাষ্য দেন শামিম খাঁন ও হাতেম আলী। দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি নতিপোতা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, যুবলীগ নেতা সেলিম উদ্দিন বগা, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি লূৎফর রহমান, সাধারণ সম্পাদক এসএম মহসিন আলী, সদস্য প্রভাষক আবুল হাশেম, রাশেদ, ডাবলু, শাজাহান প্রমুখ মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

Leave a comment