ক্রিকেটার ফিল হিউজের রুহের মাগফেরাত কামনায় চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির দোয়া অনুষ্ঠান

 

ক্রীড়া প্রতিবেদক: অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শোক প্রকাশ করে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছে। গতকাল সকাল ১০টায় চুয়াডাঙ্গা টাউন ক্লাব ফুটবলমাঠে ক্রিকেট একাডেমির অনুশীলন শেষে ফিল হিউজের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া, কালো ব্যাজ ধারণ ও ১মিনিটের নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক ইসলাম রকিব, ব্যাটিং কোচ সাইফ রাসেল, বোলিং কোচ ইমরান ও ফিল্ডিং কোচ রাজু আহম্মেদসহ ক্রিকেট একাডেমির ক্রিকেটারগণ। দোয়া পরিচালনা করেন ক্রিকেটার প্রান্ত। উল্লেখ্য ২৫ বছর বয়সী অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেটার ফিল হিউজ গত মঙ্গলবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ঘোরোয়া ক্রিকেটের একটি ম্যাচ চলাকালীন সময়ে মাথায় বল লেগে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে হাসপতালে চিকিৎসা দিয়েও হিউজকে সুস্থ করে তোলা সম্ভব হয়নি। ২৬টি টেস্ট খেলুড়ে এ ক্রিকেটার মাত্র ২৫ বছরেই চলে গেলেন ইহলোক ছেড়ে চলে যান।

Leave a comment