স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ইসলামপাড়ার রুহুল আমিন স্বপনের বাম পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। গতকাল ঢাকার পঙ্গু হাসপাতালে টানা দু ঘণ্টা ধরে বাম পায়ে অস্ত্রোপচার করা হলেও অপর পায়ে কবে নাগাদ অস্ত্রোপচার করা হবে তা নিশ্চিত করে বলতে পারেননি কর্তব্যরত চিকিৎসক।
গত ৭ নভেম্বর রাতে চুয়াডাঙ্গা ইসলামপাড়ার জামাত আলীর ছেলে স্থানীয় যুবলীগ কর্মী রুহুল আমিন স্বপনের বাড়িতে একদল যুবক হামলা চালায়। হামলাকারীরা স্বপনের দু পা কুপিয়ে ক্ষতবিক্ষত করে। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নেয়া হয় ঢাকার পঙ্গু হাসপাতালে। সেখানে তাকে দেখতে যান চুয়াডাঙ্গা জেলা যুবলীগ আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, যুগ্ম আহ্বায়ক আশাদুজ্জামান কবীরসহ অনেকে। নেতৃবৃন্দ বলেন, হামলার শিকার যুবলীগ কর্মী রুহুল আমিন স্বপনকে দেখতে জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনও সেখানে যান। চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেন।
সংশ্লিষ্টসূত্র বলেছে, গতকাল বৃহস্পতিবার রুহুল আমিনের বাম পায়ে অস্ত্রোপচার করা হয়। তার শারীরিক অবস্থা ধীরে ধীরে হলেও উন্নতির দিকে।