লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা চেয়ে রিট

স্টাফ রিপোর্টার: অপসারিত মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ শূন্য ঘোষণার নির্দেশনা চেয়ে একটি রিট দায়ের করা হয়েছে। গতাকল বৃহস্পতিবার সকালে সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। রিট নাম্বার ১১৯৮/১৪। রিটে বিবাদী করা হয়েছে জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার, আব্দুল লতিফ সিদ্দিকিসহ মোট চারজনকে। এর আগে বুধবার লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদশূন্য ঘোষণা চেয়ে একটি আইনি নোটিশ পাঠান এআইনজীবী। আগামী রোববার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মাদ সাইফুর রহমানের বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। প্রসঙ্গত, ধর্মীয় অবমাননার দায়ে আওয়ামী লীগ এবং মন্ত্রিসভা থেকে বহিস্কৃত এ প্রভাবশালী নেতা বর্তমানে কারাগারে আটক রয়েছেন। গত ২৫ নভেম্বর ধানমণ্ডি থানায় আত্মসমর্পণের পর তাকে আদালতে হাজির করা হলে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক। এর আগে ২৩ নভেম্বর ৮টা ২১ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে কোলকাতা থেকে দেশে ফেরেন লতিফ সিদ্দিকী। ধর্ম অবমাননার দায়ে তার বিরুদ্ধে ১৮ জেলায় ২২টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে প্রায় ৮টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিলো। গত সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে দলীয় একটি অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী পবিত্র হজ, মুহাম্মদ (স.) ও তাবলিগ নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। এ নিয়ে দেশ-বিদেশে তোলপাড় শুরু হয়। এর জের ধরে তাকে আওয়ামী লীগ থেকে এবং পরে মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয়।

Leave a comment