মেহেরপুর অফিস: মেহেরপুর সদর থানা ছাত্রলীগের উদ্যোগে জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বারাদী বাজারে সদর থানা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ ইমতিয়াজ জুলফিকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর থানা ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক মো. নূর-উছ্-সাফা প্লাবন। বক্তব্য রাখেন সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম আনন্দ। বক্তব্য রাখেন বারাদী (সাংগঠনিক) ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি শামীম ফেরদৌস, বারাদী (সাংগঠনিক) ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি খন্দকার ইসমত-উল্লাহ খোকন, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তি মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক মো. রবিন, বিপ্লবী ছাত্রনেতা লাল্টু, রানা প্রমুখ।
মেহেরপুর জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা প্রদান
