স্টাফ রিপোর্টার: ভোটে নির্বাচিত হয়ে জনগণের প্রত্যাশার প্রতিফল ঘটাতে না পেরে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে উদাহরণ সৃষ্টি করেছেন ইউপি সদস্য ফারুক হোসেন। তিনি চুয়াডাঙ্গা জেলা সদরের কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড মেম্বার।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট ডাকযোগে প্রেরণ করলেও অব্যাহতি চেয়ে লেখা আবেদনের অনুলিপি ইউপি মেম্বার ফারুক হোসেন গতকাল জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের দফতরে সরাসরি পেশ করেছেন। একই সাথে তিনি দৈনিক মাথাভাঙ্গা দফতরেও প্রেরণ করেছেন তার অনুলিপি।
চুয়াডাঙ্গা জেলা সদরের কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর লেখা অব্যাহতি পাওয়ার আবেদনপত্রে সদস্য ফারুক হোসেন বলেছেন, কুতুবপুর ইউনিয়ন পষিদের ৩ নং ওয়ার্ড সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে জনগণের চাহিদা এবং মতামত অনুযায়ী কোনো উন্নয়নমূলক কার্যক্রম আমার ওয়ার্ডে বাস্তবায়নের জন্য আমার কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। তাই ইউপি সদস্য হিসেবে জনগণের আশা প্রত্যাশা প্রতিফলন মেটাতে আমি ব্যর্থ হয়েছি। কারণ ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে টিআর, কাবিকা, অতি দরিদ্র কর্মসূচি, বয়স্ক ভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিএফ, ডিজিডি কার্যক্রমে আমি সর্বদা উপেক্ষিত। তাই আমার এ অবেদন গ্রহণপূর্বক ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী আমাকে ইউপি সদস্য পদ থেকে অব্যাহতি দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর জনগণের জন্য কিছু করতে না পারার ব্যর্থতা স্বীকার করে কোনো প্রতিনিধির পদত্যাগ তথা দায়িত্ব থেকে অব্যাহতি চাওয়ার এ ধরনের উদহারণ বিরল। বিরল এ আবেদনের প্রেক্ষিতে শেষ পর্যন্ত কি সত্যিই ইউপি সদস্যের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হবে নাকি তার এলাকার জনগণের প্রত্যাশা পূরণের পদক্ষেপ নেয়া হবে? বিষয়টি দেখার অপেক্ষায় এলাকাবাসী।