চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়ায় ৪ দিনব্যাপি বাউল ও লোকজ উৎসবের উদ্বোধনকালে লে. কর্নেল মনিরুজ্জামান
দর্শনা অফিস: চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়ায় প্রতিবছরের মতো এ বছরও শুরু হয়েছে বাউল ও লোকজ উৎসব। এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের অধিনায়ক লে. কর্নেল মনিরুজ্জামান। মরমি কবি লালন শাহ’র কালজয়ী গান ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ এ প্রতিবাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া নতুনপাড়ার বাউল পরিষদের আয়োজনে স্থানীয় কেরুজ মাঠে শুরু হয়েছে ৪ দিনব্যাপি বাউল ও লোকজ উৎসব।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ উৎসবের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল মনিরুজ্জামান বলেন, মানুষের কল্যাণ সাধনে পৃথিবীতে অনেক মহামানব এসেছেন। তারা তাদের কর্ম ও কীর্তির মাঝে বেঁচে আছেন, বেঁচে থাকবেন অনন্তকাল। মানবের সেবায় করেছেন নিজেকে উৎসর্গ। বাউল সঙ্গীত বঙ্গীয় সংস্কৃতি ধারার অমূল্য গুপ্তধন। আজ যারা এ গুপ্তধনের সন্ধানে নিজেকে বিলিয়ে দিয়েছেন, তারাই সাধক তারাই বাউল। অতীত ঐহিত্যকে ধরে রাখতে এ ধরনের আয়োজন প্রশংসার যোগ্য বটে।
বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জীবননগর উপজেলা চেয়ারম্যান আ. লতিফ অমল, দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক-প্রকাশক চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আল আমিন, আ.লীগ নেতা আলী মুনসুর বাবু, সাহিত্যিক আবু সুফিয়ান, দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার খোরশেদ আলম খান প্রমুখ। সভার শুরুতে বক্তব্য রাখেন- উৎসবের আয়োজক ধীরু বাউল। সাংবাদিক রেজাউল করিম লিটনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন- দর্শনা প্রেসক্লাবের সভাপতি হানিফ মণ্ডল, সাধারণ সম্পাদক ইকরামুল হক পিপুল, সাবেক সভাপতি আওয়াল হোসেন, যুবলীগ নেতা আ. হান্নান ছোট, শেখ আসলাম আলী তোতা, মামুন শাহ, হবা জোয়াদ্দার, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি প্রমুখ। আলোচনা শেষে সঙ্গীত পরিবেশন করেন, ওস্তাদ মশিউর রহমান, ধীরু বাউল, খুদে শিল্পী দেলোয়ার হোসেন, মেঘলাসহ ভৈরবী সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। সবশেষে যাত্রাপালা নসিমন মন্তস্থ করা হয়েছে। অতিথিরা মেলা চত্বর ঘুরে দেখেন এবং দোকানিদের সাথে মতবিনিময় করেন। এবারের ৪ দিনব্যাপি বাউল উৎসবে রয়েছে, বাংলার ঐহিত্যবাহী নাগরদোলা, লাঠিখেলা, যাত্রাপালা, জারি-সারি গান, ঝাঁপানসহ বাউল গানের আয়োজন।
বাউল ও লোকজ উৎসব মাঠের মাঝে ৬ বিজিবি মাদককে না বলার আহ্বান জানিয়ে চোরাচালানরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিলবোর্ড রেখেছে। বিলবোর্ডটি মেলা দর্শনার্থীদের বিশেষভাবে দৃষ্টি কাড়ছে।