স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের মাঝপথেই দলে নতুনদের প্রতি ক্রিকেটারদের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন নাজমুল হাসান। বিসিবি সভাপতির অভিযোগ, দলে নতুন খেলোয়াড়ের উঠে আসায় বাধা ছিলেন না-কি ক্রিকেটাররাই। গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের বিসিবি প্রধান জানান, জাতীয় দলে নতুন খেলোয়াড়রা বাধার মুখে পড়েছিলো। উদাহরণ হিসেবে মমিনুলের কথাই বলি। দলে এসে সে খুব ভালো পারফর্ম করে। এরপর দলে থাকলেও কিন্তু অনেকগুলো ম্যাচে সে খেলার সুযোগ পায়নি। কারণ তখন মুমিনুলকে খেলাতে হলে নাসির অথবা রিয়াদকে বাদ দিতে হতো। নাজমুল জানান, সমস্যা ছিলো নতুন স্পিনার খেলানোতেও। অন্য স্পিনার আনতে হলে রাজ্জাককে বাদ দিতে হত। এমন কিছু সমস্যা ছিলো বলেই খেলোয়াড়দের আচরণ পাল্টানোর দিকে জোর দিয়েছিল বিসিবি। কিছু ঘটনা ঘটছিলো, যাতে আমাদের মনে হচ্ছিলো, ভবিষ্যতের জন্য তা খারাপ হবে। নতুন কেউ ভালো করলেও তাকে সুযোগ দেয়ার কোনো সুযোগ ছিলো না। কাউকে ঢোকাতে চাইলে, পুরনো কেউ বাদ পড়বে বলে তাকে দলে আনা যাচ্ছিলো না। এজন্য বেশ কিছু সিদ্ধান্ত আমাদের নিতে হয়েছে, বেশ কিছু পরিবর্তন করতে হয়েছে। পরিস্থিতি সম্পর্কে ধারণা দিতে গিয়ে নাজমুল হাসান বলেন, আসার পর দেখেছি, এ দলে নতুন খেলোয়াড়দের আসা খুব কঠিন হয়ে যাচ্ছিলো। ওখানে কোনো সুযোগ খুঁজে পাওয়া যাচ্ছিলো না। এমন একটা পরিস্থিতি ছিলো যে, আমি এতো নাম্বারে খেলি, এখানেই খেলব এবং এখানে পরিবর্তন আনার কোনো সুযোগ নেই। বিসিবি সভাপতি মনে করেন, খেলোয়াড়দের মধ্যে এখন কাঙ্ক্ষিত পরিবর্তন এসেছে। তাই দলে এখন ‘টিম ওয়ার্ক’ অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। আর টিম স্পিরিটও এখন তুঙ্গে।