মাহিদুল ইসলাম রিপন দিনাজপুর থেকে ঃ
দিনাজপুরের পাবর্তীপুরে ট্রাকের চাপায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ২টার দিকে ফুলবাড়ী-দিনাজপুর সড়কের শান্ত-কান্ত রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিজিবি সদস্যরা হলেন-আল আমিন (২৩) ও মোঃ রুবেল (২৪)। তারা রাঙামাটির ২৯ ব্যাটালিয়নে সদস্য।
জানায়, দুপুরে মোটরসাইকেলে করে বিজিবি সদস্য আল আমিন ও রুবেল রিরামপুর থেকে রাঙামাটির ২৯ ব্যাটালিয়ন ফিরছিলেন। পথে পাবর্তীপুরের শান্ত-কান্ত রাইসমিলের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৭৭০৮) তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সিপাহী আল- আমিন (২০), পিতা- মোস্তফা, গ্রাম- চাঁদকালী, জেলা- লক্ষ্মীপুর ও মোঃ রুবেল (২২) পিতা- আঃ খালেক, গ্রাম-মুলকান্দি,সাহাজাদপুর, জেলা- সিরাজগঞ্জ।
ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবির দই সদস্য মোটরসাইকেলে ক্যাম্পে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে।
উক্ত ঘটনার পর ট্রাকের ড্রাইভার মির্জা ওভেন ব্যাগের অফিসে ঢুকে পড়ে প্রাণ বাঁচান। অপর দিকে ২৯ বিজিবির সদস্যরা এসে ড্রাইভারকে আটক করতে না পেরে স্থানীয় জনগণের উপর লাঠি চার্চ করলে স্থানীয় জনগণ বিজিবির উপর ক্ষুদ্ধ হয়ে উঠলে উভয়ের মধ্যে বিকাল ৫টায় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে বিজিবির সদস্যরা আত্ম রক্ষার্থে ৭ রাউন্ড ফাঁকা গুলি করে। এঘটনায় স্থানীয় জনগণের মধ্যে সংঘর্ষ বাঁধলে ২৫-৩০ জন গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করান। এদের মধ্যে ২ জনের অবস্থা আংখ্যাজনক হওয়ায় একজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থাšত্ততর করা হয়েছে। ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-পরিচালক (এডি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।