তিন মেয়েসহ মাকে পুড়িয়ে হত্যার দায় স্বীকার জাহাঙ্গীরের

 

স্টাফ রিপোর্টার: মির্জাপুরে তিন মেয়েসহ মাকে পুড়িয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মামলার প্রধান আসামি ও হত্যাকাণ্ডের মূল হোতা জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাহাদত হোসেনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর আগে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসামি জাহাঙ্গীরকে আদালতে হাজির করা হয়। দুপুর দুটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত রেকর্ড করা হয় জবানবন্দি। মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার এসআই শ্যামল কুমার দত্ত জানিয়েছেন, জবানবন্দিতে মা ও মেয়েদের হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে আসামি জাহাঙ্গীর। কিশোরী মনিরাকে বিয়ে দিতে না চাওয়ায় ক্ষিপ্ত হয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়। মাসহ তিন মেয়েকে পুড়িয়ে হত্যার আগে তিনি মির্জাপুরের মাছরাঙা ফিলিং স্টেশন থেকে ৫০ লিটার তেল কেনেন। ওই তেল নিতে আলী হোসেনের রিকশা ভাড়া করেন। হত্যাকাণ্ডের সময় কেউ উপস্থিত না থাকলেও জাহাঙ্গীরকে আরও কয়েকজন সহায়তা করেছে বলে আদালতে স্বীকার করেছেন জাহাঙ্গীর আলম। তবে তিনি তাদের নাম জানাননি। টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর বলেছেন, জবানবন্দি শেষে আদালতের নির্দেশে জাহাঙ্গীরকে জেলহাজতে পাঠানো হয়েছে। গত ২২ নভেম্বর রাতে মির্জাপুরের গোড়াই ইউনিয়নের দক্ষিণ সোহাগপাড়ায় নিজ বাড়ি থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জাহাঙ্গীরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়। কিন্তু অসুস্থ থাকায় পরদিন ২৩ নভেম্বর তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।