জীবননগর বেনীপুর ও নতুনপাড়া সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

 

জীবননগর ব্যুরো: দু দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, মাদক চোরাচালান বন্ধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ ও উভয় দেশে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে গতকাল বৃহস্পতিবার জীবননগর উপজেলার বেনীপুর ও নতুনপাড়া সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে উভয় দেশের কোম্পানি কমান্ডারগণ নেতৃত্ব প্রদান করেন।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল এসএম মনিরুজ্জামান এক প্রেসবিঞ্জপ্তিতে জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বেনীপুর সীমান্তের ৬১/৭ এস পিলারের শূন্যরেখা বরাবর ভিত্তিপাড়া নামক স্থানে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ৪০ মিনিট ব্যাপি অনুষ্ঠিত পতাকা বৈঠকে বেনীপুর বিওপি কমান্ডার ও বিএসএফ’র পক্ষে নোনাগঞ্জ বিওপির কমান্ডার নেতৃত্ব প্রদান করেন।

এছাড়াও গতকাল বেলা ১২টায় নতুনপাড়া সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সীমান্তের ৬৬/২ এস পিলারের শূন্যরেখা বরাবর নতুনপাড়া আমবাগানে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে নতুনপাড়া বিওপি কমান্ডার ও বিএসএফের পক্ষে বানপুর ক্যাম্প কমান্ডার নেতৃত্ব প্রদান করেন।

Leave a comment