জীবননগর ব্যুরো: জীবননগরের বালিহুদায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের স্বামী ও তার পরিবারের সদস্যরা যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূ এক সন্তানের জননী ইসমত তারাকে (২৩) নির্যাতন চালিয়ে মুখে বিষ ঢেলে হত্যা করা হয় বলে তার পিত্রালয়ের অভিযোগ। মুখে বিষ ঢেলে দেয়ার পর তাকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনদিন মৃত্যুর সথে পাঞ্জা লড়ার পর গত বুধবার রাতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। গতকাল বৃহস্পতিবার যশোর সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহত ইসমত তারার লাশ তার পিতার বাড়ি মিনাজপুর গ্রামে দাফন করা হয় বলে খবর পাওয়া গেছে।
অভিযোগে জানা যায়, জীবননগর মিনাজপুর গ্রামে জয়নাল আবেদীনের মেয়ে ইসমত তারার (২৩) সাথে বিয়ে হয় উপজেলার বালিহুদা গ্রামের ঝড়ু মিয়ার ছেলে আব্দুস সালামের। বিয়ের পর থেকে স্বামী ও তার পরিবারের সদস্যরা যৌতুকের দাবিতে তার ওপর প্রায়ই নির্যাতন করতো। তাদের দাম্পত্য জীবনে ৫ বছর বয়সী এক ছেলে রয়েছে। গত মঙ্গলবার স্বামী সালাম, শাশুড়ি আছিয়া খাতুন ও তার পরিবারের সদস্যরা ইসমত তারাকে তার পিতার বাড়ি থেকে টাকা আনতে বলে। ইসমত টাকা আনতে অস্বীকার করলে যৌতুক লোভী স্বামী ও তার পরিবারের সদস্যরা তার ওপর নির্যাতন চালায়। এ সময় নির্যতনের শিকার ইসমত তারার অবস্থা বেগতিক দেখে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে তার মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যার উদ্দেশে বিষ পান করেছে বলে প্রচার করে। পরে পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় ইসমতকে যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে তিনদিন চিকিৎসারত অবস্থায় থাকার পর গত বুধবার ভোররাতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এদিকে নিহত ইসমত তারার লাশ যশোর সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে গতকাল তার পিতার বাড়ি মিনাজপুর গ্রামে নিয়ে এলে পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে।