ইবোলা আক্রান্ত হয়ে প্রথম ভারতীয়ের মৃত্যু

 

মাথাভাঙ্গা মনিটর: ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন ভারতীয় নাগরিকের মৃত্যুর কথা জানিয়েছে ভারত সরকারলাইবেরিয়ায় ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা তিনিই প্রথম ভারতীয় নাগরিক সূত্রে জানা গেছে, বুধবার ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি কে সিং পার্লামেন্টে বলেছেন, মোহাম্মদ আমির নামক ওই ব্যক্তি গত ৭ সেপ্টেম্বর মারা যান। তিনি লাইবেরিয়ায় একটি ওষুধ কোম্পানিতে কাজ করতেন। তার পরিবারকেও মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে। সরকারের জানামতে এ পর্যন্ত ইবোলা ভাইরাস আক্রান্ত হয়ে কোনো ভারতীয়র মৃত্যু এটিই প্রথম বলে জানান ভি কে সিং।