ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গতকাল বৃহস্পতিবার শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শেষ দিনে ব্যবসায় অনুষদভুক্ত জি ইউনিটের পরীক্ষা চলাকালে জালিয়াতির ঘটনায় হাজিকুর রহমান নামে এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার শেষ দিনে ব্যবসায় অনুষদভুক্ত জি ইউনিটের পরীক্ষা ছিলো। সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তিন শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালে ফলিত বিজ্ঞান ও রাসায়নিক প্রযুক্তি অনুষদের ১৪০ নং কক্ষ থেকে হাজিকুর রহমান (রোল নং-০৮৩১২) নামে একজন পরীক্ষার্থীকে জালিয়াতির ঘটনায় আটক করা হয়। হল পরিদর্শকরা জানান, হাজিকুর রহমান ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করছিলো। তাকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক পরীক্ষার্থীর বাড়ি ঝিনাইদহ জেলার হাটগোপালপুর গ্রামে। তার পিতার নাম হাবিবর রহমান এবং মাতার নাম জেবুন্নাহার।
ভর্তি কমিটির সভাপতি উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আশা করি ভর্তি পরবর্তী কার্যক্রম অতিদ্রুত শুরু হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারীদের ইতোমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে বলে তিনি জানান।