সিরিয়ায় বিমান হামলায় নিহত ৬৩

 

মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএসআইএল অধ্যুষিত রাক্কা শহরে সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার এ হামলা চালানো হয় বলে ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে। সিরিয়ান অবজারভেটরির পরিচালক সামি আবদেল রহমান জানান, দেশটির উত্তরাঞ্চলীয় শিল্পসমৃদ্ধ রাকা শহরে এ হামলায় বেশ কিছু বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। বাকিরা সবাই আইএসআইএল’র সদস্য। ২০১১ সালে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরুর পরপরই প্রাদেশিক রাজধানী রাক্কাতে নিয়ন্ত্রণ হারায় সরকারি বাহিনী। রাকা শহরে উগ্র আইএসআইএল গোষ্ঠীর শক্ত অবস্থান রয়েছে এবং ইউফ্রেটিস নদীর তীরবর্তী এ শহরটিকে ২০১৩ সালে দখলের পর তারা তাদের রাজধানী ঘোষণা করে। এ সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় এ পর্যন্ত দু লাখের বেশি মানুষ নিহত হয়েছেন। সাম্প্রতিক সময়ে তাকফিরি এ গোষ্ঠীর হত্যা-নির্যাতন বেড়েছে বহুগুণ। মার্কিন নেতৃত্বাধীন বাহিনী এদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে বলে দাবি করলেও বাস্তবে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।