রেকর্ডের বরপুত্র

মাথাভাঙ্গা মনিটর: ক্লাব ফুটবলের সব রেকর্ড যেন লিওনেল লিওনেল মেসির পায়ে এসে লুটাতে চাইছে। ‘জাদুকরী’ দুটি পায়ে ভেঙে চলেছেন একের পর এক রেকর্ড। বার্সেলোনার তারকা ফরোয়ার্ড যেন ক্লাব ফুটবলের রেকর্ডের বরপুত্র। শুরু করেছিলেন লা লিগার সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোল করার কীর্তি গড়ে; আর এখন লা লিগার সবচেয়ে বেশি গোলের রেকর্ড মেসির অধিকারে। রাউল গনসালেসকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশ গোলের রেকর্ডটিও গত গত মঙ্গলবার রাতে আপোয়েলের বিপক্ষে ম্যাচে করে ফেললেন তিনি। মাঝের এ যাত্রাপথে আর্জেন্টিনার ছোট্ট এ জাদুকর লিখেছেন আরো অনেক ইতিহাস, গড়েছেন অনন্য সব রেকর্ড। তার গড়া রেকর্ডের তালিকায় কি নেই? সর্বোচ্চ বর্ষসেরা ফুটবলার, ক্লাব বার্সেলোনার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা, এক মরসুমে এবং এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ গোলের রেকর্ড। আরো কতো কি। মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনার যুব দলের জার্সি গায়ে তোলেন মেসি। এর তিন বছর পর মূল দলের হয়ে অভিষেক। আর ২০০৫ সালের ১ মে, লিগে আলবাসেতের জালে গোল করে হয়ে যান যে সময়ে লা লিগার সবচেয়ে কম বয়সী গোলদাতা। ওই সময় তার বয়স ছিলো ১৭ বছর ১০ মাস সাত দিন। রেকর্ডের পথে মেসির সেই যে পথচলা শুরু, দিনে দিনে তা ছড়িয়েছে ফুটবলের নানা অঙ্গনে। ইতিহাস রচনার ওই তালিকায় সবশেষ যোগ হলো চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলের রেকর্ড।

মেসির যত রেকর্ড: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা: ৭৪। ২৫ নভেম্বর আপোয়েলের বিপক্ষে হ্যাটট্রিক করার পথে আগের রেকর্ডধারী রাউল গনসালেসের ৭১ গোলের রেকর্ড ছাড়িয়ে যান তিনি। মেসি তার ৭৪ গোলের ৩৮টি করেন বার্সেলোনার মাঠ ক্যাম্প নউতে। ৩৪টি করেন প্রতিপক্ষের মাঠে। আর দুটি গোল করেন ফাইনালে। মেসি এ গোলগুলো করেন ৯১টি ম্যাচ খেলে। রাউল খেলেন ১৪২ ম্যাচ। লা লিগার সর্বোচ্চ গোলদাতা: ২৫৩। ২২ নভেম্বর সেভিয়ার জালে হ্যাটট্রিক করার পথে আগের রেকর্ডধারী তেলমো সাররার ২৫১ গোলের রেকর্ড ছাড়িয়ে যান তিনি। লা লিগায় টানা গোল: ২০১২-১৩ মরসুমে টানা ২১ ম্যাচে গোল করার রেকর্ড গড়েন মেসি। এক মৌসুমে লা লিগায় সর্বোচ্চ গোলের রেকর্ড: ২০১১-১২ মরসুমে ৫০ গোল করে রেকর্ডটি গড়েন তিনি। এক মরসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড: ৭৩টি। সবচেয়ে বেশিবার বর্ষসেরা খেলোয়াড়: ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা চারবার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি। এতো বেশিবার আর কেউই বর্ষসেরা হতে পারেনি। ক্লাব বিশ্বকাপের সেরা গোলদাতা: ফিফা ক্লাব বিশ্বকাপে চার গোল গোল করে টুর্নামেন্টের গোলদাতাদের তালিকায় ব্রাজিলের ফরোয়ার্ড দেনিলসনের সাথে যৌথভাবে শীর্ষে আছেন।

ইউরোপীয় টুর্নামেন্টে বেশিবার সেরা গোলদাতা: ইউরোপের সেরা ক্লাব ফুটবলের লড়াইয়ে চারবার সেরা গোলদাতার পুরস্কার পেয়েছেন। জার্মানির জার্ড মুলারও চারবার এই পুরস্কার পান।

ইউরোপীয় টুর্নামেন্টে এক ম্যাচে সবচেয়ে বেশি গোল: ২০১২ সালের ৭ মার্চে বেয়ার লেভারকুজেনের জালে পাঁচ গোল করেন তিনি। শাখতার দোনেৎস্কের ব্রাজিল স্ট্রাইকার লুইস আদ্রিয়ানোরও এক ম্যাচে পাঁচ গোলের কীর্তি আছে। লা লিগায় এক মরসুমে সর্বাধিক হ্যাটট্রিক: ৮টি। এল ক্লাসিকোয় সর্বাধিক গোল: ২১টি। এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোল: ৯১ গোল। ২০১২ সালের ২২ ডিসেম্বর ভায়াদোলিদের বিপক্ষে একটি গোল করে অনন্য ওই কীর্তি গড়েন তিনি।