মেহেরপুর গাংনীর চৌগাছায় বোমা বিস্ফোরণে আতঙ্ক

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী পৌরসভাধীন চৌগাছায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশের হিসেবে এটি পটকা জাতীয় কোনো কিছুর বিস্ফোরণ। তবে জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। গতরাত বারটার দিকে চৌগাছা বড় মসজিদের আশেপাশে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত বারোটার দিকে হঠাৎ কয়েকটি বিস্ফোরণের বিকট শব্দে ঘুম ভাঙে এলাকাবাসীর। ৩/৪টি বোমার বিস্ফোরণ ঘটেছে বলে ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করেন স্থানীয় অনেকেই। সংখ্যা যাই হোক বিস্ফোরণের ঘটনায় এলাকায় বিরাজ করছে চরম আতঙ্ক। সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা অন্য কোনো কারণে দুর্বৃত্তরা এ বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে ঘটনা যাই হোক এর পেছনে কী রহস্য লুকিয়ে রয়েছে তা খুঁজে বের করে জড়িতদের শাস্তির দাবি জানায় এলাকাবাসী।

এদিকে খবর পেয়ে গাংনী থানার ওসি (তদন্ত) মোক্তার হোসেন সঙ্গীয় সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, বিস্ফোরণের শব্দ অনেকেই শুনেছেন বলে পুলিশকে নিশ্চিত করেন। তবে ঘটনাস্থলের আশেপাশে বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। শক্তিশালী কোনো পটকা জাতীয় কিছু বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে বলে ধারণা করছে পুলিশ।

Leave a comment